কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় আদালতের আদেশ উপেক্ষা করে ধানের জমিতে মাটি ভরাট করাসহ জবর দখলের অভিযোগ উঠেছে। শান্তিরক্ষা ও আইনশৃঙ্খলা বিঘ্নিত না হয় এমন আদেশে থানা থেকে নোটিশ দিলেও অজ্ঞাত শক্তির জোরে হীন কর্মকান্ড করে চলেছে মৌতলার পরমানন্দকাটি গ্রামের মৃত আঃ মোত্তালেব এর ছেলে আবু হায়াত ইছাসহ তার সহযোগীরা। থানা ও ভুক্তভোগী পরিবারের সদস্য একই গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাস এর ছেলে মাহবুবর রহমান বিশ্বাস গং সূত্রে জানগেছে, গত ১৪/০৮/ ২০০১ তারিখে ৩৪৯০ নং দলিল মূলে মাহবুবর রহমান গং শান্তিপূর্ণ ভাবে ফসলাদী করে আসছিলো। হঠাৎ ওই জমি জবর দখলের লক্ষে গত ১৫/০৩/২০২৫ তারিখ রাত আনুঃ ৯টা হতে রাত ৪ টা পর্যন্ত আবু হায়াত ইছা ও তার পুত্ররাসহ রাঠিয়াল বাহিনী টলিবর্তি করে মাটি ভরাট করে ঘেরাবেড়া দিতে থাকে। এঘটনায় মাহবুবর রহমান বাদী ১৭/০৩/২৫ তারিখে সাতক্ষীরার বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিষ্ট্রৈট আদালতে পি-৪১৫/২৫ মামলা রুজু করেন। বিজ্ঞ আদালত অন্য কোন আদালতে ভিন্ন কোন আদেশ না থাকলে পরবর্তী শুনানী পর্যন্ত নালিশী সম্পত্তিতে শান্তিপূর্ণ পরিবেশ রাখতে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কালিগঞ্জ থানাকে নির্দেশ দেন। গত ১৭ মার্চ ২০২৫ তারিখে থানার এ এস আই সুব্রত কুমার দেবনাথ স্বাক্ষরিত উভয়কে নোটিশ দেন। অথচ আদালত ও থানা পুলিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিরোধীয় জমিতে মাটি ভরাট ও ঘেরাবেড়া দেওয়ায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা করছে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় সচেতন ব্যাক্তিবর্গ। এব্যাপারে থানার এএসআই সুব্রত কুমার দেবনাথের সাথে কথা হলে তিনি বলেন আদালতের আদেশে আইন শৃঙ্খলা স্থিতি অবস্থা বজায় রাখতে নোটিশ দিয়েছি। কেহ আইন শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।